Thursday, April 30, 2020

কৃষ্ণকালী

॥ কৃষ্ণকালী ॥

একবার কৈলাশ শিখরে ভগবান শঙ্কর দেবী পার্বতী কে বললেন " হে পরমেশানি যদি আমার প্রতি তোমার অনুগ্রহ হয়ে থাকে তবে আমার একটি ইচ্ছা পূর্ন করো । দেবী আমি যেমন তোমার প্রিয়ভর্তা ও তুমি যেমন আমার প্রিয়পত্নী তদ্রুপ কোন এক মূর্তিতে তুমি পুরুষ আকার ধারন করে আমার প্রিয়তম হও ও আমি স্বয়ং নারী রূপে তোমার প্রেয়সী হব । " দেবী বললেন " আমার যে নবীনজলদপ্রভা কালী মূর্তি , সেই রূপেই পৃথিবীতলে পুরুষ রূপে আবির্ভূত হব ; তখন আমার মুণ্ডমালা পরিণত হবে বনমালায় , খড়্গ হবে বংশী , ঘোর অট্টহাস্য হয়ে উঠবে সুধাতরঙ্গিত রসের আকার । তখন তুমিও নিজাংশে স্ত্রী রূপে অবতীর্ণ হয়ে আমার সঙ্গে যুক্ত হবে লীলাসঙ্গিনী রূপে । " এই বলে ভগবতী কালিকা জন্ম নিলেন মায়াপুরুষ বিগ্রহা হয়ে বসুদেব ও দেবকীর তনয় শ্রীকৃষ্ণ রূপে ও সদাশিব অবতীর্ণা হলেন তার চির অনূরাগিণী রাধিকা তনু ধারন করে । মর্ত্যলোকে প্রকাশিত হলো পার্বতী পরমেশ্বরের আরেক যুগল মূর্তি ।

( লেখা সংগৃহীত - মহাভাগবত পুরাণ , অধ্যায় ৫০ , শ্লোক ১০ - ১৭ )

No comments:

Post a Comment