শ্রীশ্রী নৃসিংহ চর্তুদশী ব্রত মহোৎসব
অাগামি ৬ মে ২০২০ইং রোজ বুধবার *২৩ বৈশাখ গোধূলি লগ্ন পযর্ন্ত নির্জলা উপবাস।
১০০০ টা ব্রত পালন করলে যে পূণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি ভরে করলে তার সেই পূণ্য হয় ।।
.
হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে ব্রহ্মা তাকে দর্শন দেই ও তার কাছে বর চাইলেন, অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপুর তুমি যে বর চেয়েছ সেটা অামি দিতে পারব না। কারণ অামি নিজেই অমরত্ব না, তাই তুমি এমন বর চাও যা অামি দিতে পারব ।।
.
তখন হিরণ্যকশিপুর চিন্তা করল অামি এমন বর চাইব যা অামাকে কেউ হত্যা করতে পারবে না, তখন হিরণ্যকশিপুর বর চাইতে লাগলেন যে,, হে শ্রেষ্ঠ বরদাতা, অাপনি যদি অামার অভীষ্ট বরই দান করতে চান, তবে এই বর দেন যাতে অাপনার কোন সৃষ্টির কোনও প্রাণী বা পথে, ঘাটে,দিনের বেলা,রাতের বেলা, ঘরে, বাইরে, জল, ভূমি,বা অাকাশে, কোনও পশু,বা কোনও অস্ত্রের দ্বারা এসবের দ্বারা অামাকে বধ করতে না পারে,, বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বলল তথাস্তু ।।
.
তারপর শুরু হল হিরণ্যকশিপুরের অত্যাচার দেবতাদের ওপর। তখন ভগবানের লীলা শুরু হল তার শুদ্ধ ভক্তের ম্যাধমে প্রহল্লাদ মহারাজ। তাই ভগবানের ভক্ত অাবির্ভূত হয়ে প্রহল্লাদ মহারাজ বিষ্ণুদেবের অারাধনা করছিল, তখন তার পিতা তাকে বলত লাগে তোমার ভগবান, কে??
.
সে বলত অামার ভগবান বিষ্ণুদেব, তখন হিরণ্যকশিপুর ক্ষীপত হয়ে বলতে লাগল যে অামি তোমার জন্মদাতা পিতা তাই অামি তোমার ভগবান,, কিন্তু প্রহল্লাদ বলল না তুমি অামার ভগবান না, অামার ভগবান বিষ্ণুদেব তিনি জগতপালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি, ত কেবল অামার এই জড়জগতের পিতা, অার বিষ্ণুদেব অামার নিত্য পিতা ।।
.
তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেই, হাতির পায়ের নিচে দেই, জলন্ত অগ্নিতে নিহ্মেপ করে অার প্রহল্লাদ শুধু তার প্রভু বিষ্ণুদেবকে শরণ করতে থাকে ।।
.
কথায় অাছে না,(যে মারে কৃষ্ণ রাখেকে, রাখে কৃষ্ণ মারেকে) ভগবান যদি চাই তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে হত্যা করতে পারবে?? না। তাই যখন কোন কিছুর দ্বারা সম্ভব হল না তখন প্রহল্লাদকে কারাগারে নিহ্মেপ করল শিকল দিয়ে বেধে রাখল অার মারতে লাগল অার প্রহল্লাদ শুধু শ্রীহরিকে ডাকতে লাগল ।।
.
তখন হিরণ্যকশিপুর এসে বলল অাজ তকে কে বাচাই দেখী তর ভগবান কোথায়,, তখন বৈকুণ্ঠধামে মা লহ্মীদেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহল্লাদকে কে রহ্মা করবে হিরণ্যকশিপুর, ত অমরত্ব মত বর লাভ করেছে তাকে কে হত্যা করবে?
.
তোমার ভক্তকে রহ্মা করবে কে?, তখন ভগবান বলেন যে অমরত্ব মত বর পেয়েছে কিন্তু অমর না অার প্রহল্লাদকে রহ্মা করবে তার ভক্তি, তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রহ্মা করবে,,তখন হিরণ্যকশিপুর বলল তর ভগবান কি এখানে অাছে প্রহল্লাদ বলল হা অামার প্রভু সর্বতই বিরাজমান এখানেও অাছে, এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাঠে পিলারে অাঘাত করতে লাগে ।।
.
তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে অাসে ভক্তের ভগবান শ্রীহরি ভগবান বিষ্ণুদেব তখন হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন,, যে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠে কোন নর না পশুও না কিন্তু অর্ধেক পশু ও মানুষ নরসিংহ, কোন অস্ত্রের দ্বারা না, কিন্তু নখের দ্বারা বধ করা হয়েছে, সকালে না রাতেও না, কিন্তু গোধূলি লগ্নে অর্ধেক দিনও রাত মানে সন্ধায়, জলেও না মাটিতে না অাকাশেও না ।।
.
কিন্তু হাটুতে রেখে নখের দ্বারা বধ করে তাহলে চিন্তা করে দেখেন প্রভুর লীলা জগতেকে বোঝতে পারে যে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যেকোন উপায়ে রহ্মা করে এমন কি ভগবানের এই রুপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ড কেপে ওঠে এ কি রুপ হঠাৎ এই রুপের অাবির্ভাব কেউ বোঝতে পারেনি ।।
.
ভগবানের এই রুপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে তার ভক্ত প্রহল্লাদ তখন প্রহল্লাদ প্রভুর কাছে স্তব, প্রার্থনা করতে লাগে তখন প্রভু ভক্তের প্রার্থনাই শান্ত হয় ও তাকে কোলে তোলে নেই ও প্রভু বলে হে ভক্ত প্রহল্লাদ অামি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা কর অামার কাছে অামি তোমাকে বর দেব ।।
.
তখন ভক্ত কি অার কিছু চাওয়ার অাছে যে জগতের প্রভু তার সামনে তবুও ভগবান বলল তুমি একটা বর চাও যেহুতো অামি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহল্লাদ বলতে লাগল প্রভু তুমি অামার পিতাকে মুক্তি দাও যেহুতো তিনি অামার জড়জগতে পিতা ।।
.
তখন ভগবান বলল হে ভক্ত প্রহল্লাদ তথাস্তু কিন্তু তোমার শুধু এই পিতা মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মত শুদ্ধ বৈষ্ণব ভক্ত হবে তার, ২১/কোল অাপনা থেকে উদ্ধার হবে, পিতৃকুল ১০/কোল,মাতৃকুল ১০/কোল, ও নিজের এক কোল মুক্তি লাভ করবে ।।হরিবল।।
.
এই নৃসিংহ ব্রত যে পালন করবে, তার জন্ম-মৃত্যুময় সংসারে থেকে রহ্মা পাবে, অার যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে,চন্দ্র-সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। অামার এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়,তেজস্কামী তেজঃলাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, অায়ুষ্কামী দীর্ঘায়ু পাই। ভক্তিতে বিশ্বাস এই মাত্র চাই সংসার যোনিতে নাহি কোন অার বস্তু তাহার উপর । জয় নৃসিংহ দেব ভগবান এর জয়, হে নৃসিংহ দেব ভগবান আপনি কৃপা করুন বিশ্ব বাসিকে।
জয় নৃসিংহ দেব ভগবান।।
অাগামি ৬ মে ২০২০ইং রোজ বুধবার *২৩ বৈশাখ গোধূলি লগ্ন পযর্ন্ত নির্জলা উপবাস।
১০০০ টা ব্রত পালন করলে যে পূণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি ভরে করলে তার সেই পূণ্য হয় ।।
.
হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে ব্রহ্মা তাকে দর্শন দেই ও তার কাছে বর চাইলেন, অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপুর তুমি যে বর চেয়েছ সেটা অামি দিতে পারব না। কারণ অামি নিজেই অমরত্ব না, তাই তুমি এমন বর চাও যা অামি দিতে পারব ।।
.
তখন হিরণ্যকশিপুর চিন্তা করল অামি এমন বর চাইব যা অামাকে কেউ হত্যা করতে পারবে না, তখন হিরণ্যকশিপুর বর চাইতে লাগলেন যে,, হে শ্রেষ্ঠ বরদাতা, অাপনি যদি অামার অভীষ্ট বরই দান করতে চান, তবে এই বর দেন যাতে অাপনার কোন সৃষ্টির কোনও প্রাণী বা পথে, ঘাটে,দিনের বেলা,রাতের বেলা, ঘরে, বাইরে, জল, ভূমি,বা অাকাশে, কোনও পশু,বা কোনও অস্ত্রের দ্বারা এসবের দ্বারা অামাকে বধ করতে না পারে,, বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বলল তথাস্তু ।।
.
তারপর শুরু হল হিরণ্যকশিপুরের অত্যাচার দেবতাদের ওপর। তখন ভগবানের লীলা শুরু হল তার শুদ্ধ ভক্তের ম্যাধমে প্রহল্লাদ মহারাজ। তাই ভগবানের ভক্ত অাবির্ভূত হয়ে প্রহল্লাদ মহারাজ বিষ্ণুদেবের অারাধনা করছিল, তখন তার পিতা তাকে বলত লাগে তোমার ভগবান, কে??
.
সে বলত অামার ভগবান বিষ্ণুদেব, তখন হিরণ্যকশিপুর ক্ষীপত হয়ে বলতে লাগল যে অামি তোমার জন্মদাতা পিতা তাই অামি তোমার ভগবান,, কিন্তু প্রহল্লাদ বলল না তুমি অামার ভগবান না, অামার ভগবান বিষ্ণুদেব তিনি জগতপালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি, ত কেবল অামার এই জড়জগতের পিতা, অার বিষ্ণুদেব অামার নিত্য পিতা ।।
.
তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেই, হাতির পায়ের নিচে দেই, জলন্ত অগ্নিতে নিহ্মেপ করে অার প্রহল্লাদ শুধু তার প্রভু বিষ্ণুদেবকে শরণ করতে থাকে ।।
.
কথায় অাছে না,(যে মারে কৃষ্ণ রাখেকে, রাখে কৃষ্ণ মারেকে) ভগবান যদি চাই তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে হত্যা করতে পারবে?? না। তাই যখন কোন কিছুর দ্বারা সম্ভব হল না তখন প্রহল্লাদকে কারাগারে নিহ্মেপ করল শিকল দিয়ে বেধে রাখল অার মারতে লাগল অার প্রহল্লাদ শুধু শ্রীহরিকে ডাকতে লাগল ।।
.
তখন হিরণ্যকশিপুর এসে বলল অাজ তকে কে বাচাই দেখী তর ভগবান কোথায়,, তখন বৈকুণ্ঠধামে মা লহ্মীদেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহল্লাদকে কে রহ্মা করবে হিরণ্যকশিপুর, ত অমরত্ব মত বর লাভ করেছে তাকে কে হত্যা করবে?
.
তোমার ভক্তকে রহ্মা করবে কে?, তখন ভগবান বলেন যে অমরত্ব মত বর পেয়েছে কিন্তু অমর না অার প্রহল্লাদকে রহ্মা করবে তার ভক্তি, তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রহ্মা করবে,,তখন হিরণ্যকশিপুর বলল তর ভগবান কি এখানে অাছে প্রহল্লাদ বলল হা অামার প্রভু সর্বতই বিরাজমান এখানেও অাছে, এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাঠে পিলারে অাঘাত করতে লাগে ।।
.
তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে অাসে ভক্তের ভগবান শ্রীহরি ভগবান বিষ্ণুদেব তখন হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন,, যে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠে কোন নর না পশুও না কিন্তু অর্ধেক পশু ও মানুষ নরসিংহ, কোন অস্ত্রের দ্বারা না, কিন্তু নখের দ্বারা বধ করা হয়েছে, সকালে না রাতেও না, কিন্তু গোধূলি লগ্নে অর্ধেক দিনও রাত মানে সন্ধায়, জলেও না মাটিতে না অাকাশেও না ।।
.
কিন্তু হাটুতে রেখে নখের দ্বারা বধ করে তাহলে চিন্তা করে দেখেন প্রভুর লীলা জগতেকে বোঝতে পারে যে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যেকোন উপায়ে রহ্মা করে এমন কি ভগবানের এই রুপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ড কেপে ওঠে এ কি রুপ হঠাৎ এই রুপের অাবির্ভাব কেউ বোঝতে পারেনি ।।
.
ভগবানের এই রুপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে তার ভক্ত প্রহল্লাদ তখন প্রহল্লাদ প্রভুর কাছে স্তব, প্রার্থনা করতে লাগে তখন প্রভু ভক্তের প্রার্থনাই শান্ত হয় ও তাকে কোলে তোলে নেই ও প্রভু বলে হে ভক্ত প্রহল্লাদ অামি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা কর অামার কাছে অামি তোমাকে বর দেব ।।
.
তখন ভক্ত কি অার কিছু চাওয়ার অাছে যে জগতের প্রভু তার সামনে তবুও ভগবান বলল তুমি একটা বর চাও যেহুতো অামি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহল্লাদ বলতে লাগল প্রভু তুমি অামার পিতাকে মুক্তি দাও যেহুতো তিনি অামার জড়জগতে পিতা ।।
.
তখন ভগবান বলল হে ভক্ত প্রহল্লাদ তথাস্তু কিন্তু তোমার শুধু এই পিতা মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মত শুদ্ধ বৈষ্ণব ভক্ত হবে তার, ২১/কোল অাপনা থেকে উদ্ধার হবে, পিতৃকুল ১০/কোল,মাতৃকুল ১০/কোল, ও নিজের এক কোল মুক্তি লাভ করবে ।।হরিবল।।
.
এই নৃসিংহ ব্রত যে পালন করবে, তার জন্ম-মৃত্যুময় সংসারে থেকে রহ্মা পাবে, অার যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে,চন্দ্র-সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। অামার এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়,তেজস্কামী তেজঃলাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, অায়ুষ্কামী দীর্ঘায়ু পাই। ভক্তিতে বিশ্বাস এই মাত্র চাই সংসার যোনিতে নাহি কোন অার বস্তু তাহার উপর । জয় নৃসিংহ দেব ভগবান এর জয়, হে নৃসিংহ দেব ভগবান আপনি কৃপা করুন বিশ্ব বাসিকে।
জয় নৃসিংহ দেব ভগবান।।