#ফরমালিন যুক্ত মাছ চেনার উপায়ঃ
- নাকের কাছে শুকলে ঝাঁঝালো ও বাজে একটা গন্ধ পাওয়া যায়
- ফরমালিন যুক্ত মাছের ফুলকা ধূসর বা কালচে বর্নের হয়
- আঁইশ তুলনামূলক ধূসর এবং ফ্যাকাশে বর্ণের দেখায়
- চোখ ঘোলাটে ও ভিতরের দিকে ঢুকানো থাকে
- এছাড়া ফরমালিনযুক্ত মাছে মাছি বসে না
- শরীরে আঁশটে গন্ধ কম পাওয়া যায়
- দেহ তুলনামূলক শক্ত হয়
- দেহ পিচ্ছিল থাকেনা
- ইত্যাদি ইত্যাদি
No comments:
Post a Comment