Sunday, June 14, 2020

তাল মিষ্টি

উপকরনঃ

সিরাঃ

চিনি ২ কাপ

পানি ২ কাপ

মিষ্টিঃ

ফুল ক্রিম মিল্ক পাউডার ৩ টেবিল চামচ

তালের ঘনো রস ১/২ কাপ

ময়দা পৌনে ১ কাপ

বেকিং পাউডার দেড় চা চামচ

ঘি/তেল ২ টেবল চামচ

চিনি ২ টেবিল চামচ

ডিম ১ টি

তেল ভাজার জন্য

প্রণালী :

১. ২ কাপ চিনির সাথে ২ কাপ পানি দিয়ে ফুটিয়ে সিরা করুন।
২. ময়দা,বেকিং, পাউডা্র, মিল্ক পাউডার এক সাথে মিশান।
৩. তেল, ডিম,তালের ঘনো রস,চিনি এক সাথে ফাটুন।মিশনো ময়দা দিয়ে মেখে খামির করুন। খামির টি পছন্দ মত ভাগ করুন।
৪. হাতের তালুরতে ঘি মাখিয়ে প্রত্যেক ভাগ খামির গোল করে রাখুন।
৫. গরম ডুবো তেলে ডিপ লাল করে ভেজে সিরাই ছারুন। ৪-৫ ঘণ্টা সিরাই রাখার পর পরিবেশন করুন।


No comments:

Post a Comment