Monday, May 11, 2020

ভগবান বিষ্ণু সম্পর্কে জেনে নিন এই অজানা তথ্যগুলি

ভগবান বিষ্ণু সম্পর্কে জেনে নিন এই অজানা তথ্যগুলি

হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণু দেবতা বৈষ্ণব সম্প্রদায়ের সর্ব্বোচ্চ দেবতা৷ বিষ্ণু দেবতা বিশ্বের দেবতা হিসেবে বিবেচিত হন৷ বিষ্ণুদেবতাকে পরমাত্মা কিংবা পরমেশ্বর হিসেবেও ঘোষণা করা হয়৷ বিষ্ণু দেবতার একাধারে রয়েছে দুটি দিক৷ বিষ্ণু দেবতার একদিকে রয়েছে যেমন শান্ত এবং স্নিগ্ধ রূপ৷ অপরদিকে তারও রয়েছে একটি ভয়ংকর রূপ৷ কালস্বরূপ শেষনাগের উপরে শুয়ে থাকেন তিনি৷
হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, ভগবান বিষ্ণু সম্পর্কে লেখা রয়েছে, শান্তকারম ভুজগশয়নং৷ এই কথাটির মানে ভগবান বিষ্ণু শেষনাগের উপরে বিশ্রাম নেন৷ তবে, এখানেই একটি প্রশ্ন ওঠে৷ কিভাবে ভগবান বিষ্ণু সাপের রাজার উপর বিশ্রাম করেন? তবে, এখানেই উঠে আসে একটি বিষয়৷ বিষ্ণু ভগবান বলেই তাঁর রয়েছে অলৌকিক ক্ষমতা৷ এর পাশাপাশিই ভগবান বিষ্ণুর রয়েছে আরও বেশ কিছু ক্ষমতা৷ যেগুলি শুনলে আপনি চমকে যাবেন৷
প্রত্যেকের জীবনেই রয়েছে বিশেষ কিছু দায়িত্ব এবং কর্তব্য৷ সমাজে বসবাসকারী প্রত্যেককেই নানারকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়৷ যেটিকে শেষনাগের সঙ্গেই তুলনা করা হয়েছে৷ বিষ্ণুদেবতার স্নিগ্ধ রূপ যেকোনও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে৷ হিন্দুশাস্ত্র অনুযায়ী, বিষ্ণুদেবতার প্রধান ভক্ত নারদ৷ বিষ্ণু  নারায়ন নামেও পরিচিত৷ এরপর থেকেই ভগবান বিষ্ণুর প্রতিটি নামের পরই নারায়ন নামটি নেওয়া হয়ে থাকে৷ উদা:স্বরূপ বলা যায়, সত্যনারায়ন, অনন্তনারায়ন, লক্ষ্মীনারায়ন, শেষনারায়ন ইত্যাদি৷ কথিত আছে, ভগবান বিষ্ণুর পা থেকেই সৃষ্টি হয়েছিল গঙ্গা নদীর৷ জলের অপর নাম নীর বা নার৷ এই নামটির সৃষ্টি হয়েছে এই নারায়ন নামটি থেকেই৷

No comments:

Post a Comment