বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজায় কি দ্রব্য দিলে দেবী প্রসন্ন হয়ে থাকেন?
প্রতি বৃহস্পতিবার আপনারা বাড়ীতে লক্ষ্মী পূজা করেন। কিন্তু জানেন কি, দেবী পূজায় তিনি কি কি দ্রব্য পছন্দ করেন?
লক্ষ্মীপুজোয় যদি দেবীর পছন্দের দ্রব্য ব্যবহৃত হয়, তা হলে তিনি সহজেই প্রসন্ন হন।
১. নারকেল লক্ষ্মীদেবীর বিশেষ পছন্দ, পুজোয় যদি এক চোখ বিশিষ্ট নারকেল রাখা যায়, তা হলে তা শ্রেষ্ঠ ফল দেয়।
২. কথিত আছে, লক্ষ্মী সমুদ্ররাজের কন্যা, শঙ্খের ধ্বনি তাঁর অতি প্রিয়।
৩. কমল গাট্টার মালাও লক্ষ্মীর প্রিয় বস্তু।
৪. শ্রীযন্ত্র ছাড়া লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ মনে করা হয়, তাই পুজোর সময় শ্রীযন্ত্র রাখা আবশ্যক।
৫. বাড়িতে যদি লক্ষ্মী-গণেশের রুপোর মূর্তি রেখে, রোজ পুজো করা হয়, তা হলে বাড়িতে কখনও দারিদ্রের বাস হয় না।
৬. কড়ি সমুদ্র থেকে পাওয়া যায়, যেখানে লক্ষ্মীর জন্ম হয়েছে। মনে করা হয়, পুজোর জায়গায় কড়ি রাখলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয়।
৭. পদ্মফুল লক্ষীদেবীর বড় প্রিয়।
৮. মনে করা হয়, বাড়িতে ধনকুবেরের মূর্তি রাখলে লক্ষ্মী প্রসন্ন হন, কুবেরকে সমগ্র সংসারের ধনের রক্ষক মনে করা হয়। বাড়িতে পরিষ্কার জায়গায় তাঁর মূর্তি রাখা উচিত।
৯. প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ীর মূল প্রবেশ পথ জল দিয়ে ধুয়ে দিলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয়।
জয় মা লক্ষ্মী
No comments:
Post a Comment