শনির ইষ্ট মন্ত্র:
নীলাঞ্জনসমাভাসং রবিপুত্রং যমাগ্রজম্।
ছায়ামার্তণ্ডসম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম্।।
'শনির দৃষ্টি'। কথাটির সঙ্গে পরিচয় নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শনি গ্রহ কারোর ওপর দৃষ্টি দিলে অর্থাত্ কারোর ওপর বিমুখ হলে তার জীবনে মহানিশা নেমে আসে। সূর্য্য নিজের সন্তান শনিকে সৌরমণ্ডলে স্থান দেন ।কর্মফলের দেবতা হিসেবে শনিকে উন্নীত করা হয়। কেউ কোনও অপকর্ম করলে শনির নজর এড়ায় না। শনির হাতে তার শাস্তি নিশ্চিত।
শনি এমনই এক গ্রহদেব, যিনি কুপিত হলে অনন্ত দুর্দশা অনিবার্য। কিন্তু ভারতীয় জ্যোতিষ একথাও জানায়, যে কোন দুর্দশাই শনির দশা নয়। শনির দশার কতগুলি বিশেষ লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলি থেকেই বোঝা যেতে পারে, শনি কুপিত হয়েছেন কি না।
জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি।
• জুতা হারানো এবং বার বার জুতা ছিঁড়ে যাওয়া শনির দশার প্রাথমিক লক্ষণ। ঘন ঘন এমনটা ঘটলে সাবধান হওয়া উচিত।
• বন্ধু বিচ্ছেদ, প্রেমে প্রতারণা, ঋণ বৃদ্ধি শনির দশার গুরুতর লক্ষণ।
• পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পড়াশোনায় ছেদ শনির অসন্তুষ্টির কারণে ঘটতে পারে।
• বৈবাহিক জীবনে অশান্তি শনির দশার অন্যতম লক্ষণ।
• জুয়া, নেশা, প্রতারণার প্রতি আকর্ষণ বোধ করলে বুঝবেন আপনি শনির দশায়।
• কর্মবিমুখতা এই দশার আর একটি লক্ষণ।
• দেহে বিভিন্ন প্রকার ব্যথা-যন্ত্রণা অনুভব করাও এই দশার লক্ষণ।
• সঞ্চয়ের অভাব অবশ্যম্ভাবী ভাবে শনির দশার লক্ষণ।
• উদ্বেগ ও ক্লান্তিবোধ শনির কুপিত দশার কারণে অনিবার্য।
নীলাঞ্জনসমাভাসং রবিপুত্রং যমাগ্রজম্।
ছায়ামার্তণ্ডসম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম্।।
'শনির দৃষ্টি'। কথাটির সঙ্গে পরিচয় নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শনি গ্রহ কারোর ওপর দৃষ্টি দিলে অর্থাত্ কারোর ওপর বিমুখ হলে তার জীবনে মহানিশা নেমে আসে। সূর্য্য নিজের সন্তান শনিকে সৌরমণ্ডলে স্থান দেন ।কর্মফলের দেবতা হিসেবে শনিকে উন্নীত করা হয়। কেউ কোনও অপকর্ম করলে শনির নজর এড়ায় না। শনির হাতে তার শাস্তি নিশ্চিত।
শনি এমনই এক গ্রহদেব, যিনি কুপিত হলে অনন্ত দুর্দশা অনিবার্য। কিন্তু ভারতীয় জ্যোতিষ একথাও জানায়, যে কোন দুর্দশাই শনির দশা নয়। শনির দশার কতগুলি বিশেষ লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলি থেকেই বোঝা যেতে পারে, শনি কুপিত হয়েছেন কি না।
জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি।
• জুতা হারানো এবং বার বার জুতা ছিঁড়ে যাওয়া শনির দশার প্রাথমিক লক্ষণ। ঘন ঘন এমনটা ঘটলে সাবধান হওয়া উচিত।
• বন্ধু বিচ্ছেদ, প্রেমে প্রতারণা, ঋণ বৃদ্ধি শনির দশার গুরুতর লক্ষণ।
• পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পড়াশোনায় ছেদ শনির অসন্তুষ্টির কারণে ঘটতে পারে।
• বৈবাহিক জীবনে অশান্তি শনির দশার অন্যতম লক্ষণ।
• জুয়া, নেশা, প্রতারণার প্রতি আকর্ষণ বোধ করলে বুঝবেন আপনি শনির দশায়।
• কর্মবিমুখতা এই দশার আর একটি লক্ষণ।
• দেহে বিভিন্ন প্রকার ব্যথা-যন্ত্রণা অনুভব করাও এই দশার লক্ষণ।
• সঞ্চয়ের অভাব অবশ্যম্ভাবী ভাবে শনির দশার লক্ষণ।
• উদ্বেগ ও ক্লান্তিবোধ শনির কুপিত দশার কারণে অনিবার্য।
No comments:
Post a Comment