Friday, May 8, 2020

স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৈবী সম্পর্ক

স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৈবী সম্পর্ক 

ঘটনাটি বহুদিন আগের ভুবনেশ্বর মঠের ৷ মনে হয় ১৯১৭/১৯১৮ সালের ৷

স্বামী ব্রহ্মানন্দ তাঁর সেবক স্বামী গঙ্গেশানন্দকে ডেকে বলেন, "আমার জন্য একটু গঙ্গাজল নিয়ে এস ৷" স্বামী গঙ্গেশানন্দ গঙ্গাজলপূর্ণ একটি ছোট বোতল নিয়ে আসেন এবং স্বামী ব্রহ্মানন্দ তার থেকে একটু জল হাতে নিয়ে নিজের সর্বশরীরে ছিটিয়ে দেন ৷ এবার তিনি তাঁর অপর সেবক স্বামী নির্বাণানন্দকে ডাকেন ৷ সেবক এলে, মহারাজ 
আলমারিতে রাখা একটি বইএর দিকে নির্দেশ করে সেটিকে তাঁর কাছে আনতে বলেন ৷ এরপর মহারাজ একটি চেয়ারে গিয়ে বসেন, বাহ্যত: সেটি পড়ার জন্য ৷কিন্তু তিনি সেটি খোলেন নি ৷ তার বদলে,তিনি বইটির দিকে কিছুক্ষণ তাকিয়ে 
থাকেন, এবং তারপরে চোখদুটি বন্ধ করে কিছু সময়ে স্থির হয়ে ধ্যান করেন ৷ এরপরে তিনি বইটি স্বামী নির্বাণানন্দকে ফেরৎ দিয়ে সেটিকে আবার আলমারির আগের  জায়গায় রেথে দেবার নির্দেশ দেন ৷
স্বামী গঙ্গেশানন্দ দূর থেকে সমস্ত ঘটনাটি দেখছিলেন ৷ তাঁর বিশেষ আগ্রহ হয় জানার যে কোন বই স্পর্শ করার আগে মহারাজ গঙ্গাজল ছিটিয়ে নিজেকে পবিত্র করে নিলেন ৷ নিজের কৌতুহল মেটানোর জন্য তিনি বইটি আলমারি থেকে নামিয়ে নেন ৷ বিস্ময়ে বিহ্বল হয়ে তিনি দেখেন যে সেটি কোন ধর্মগ্রন্থই নয় ৷ এটির নাম Emerson's Essays ৷ স্বামী গঙ্গেশানন্দ বুঝতে পারেন নি যে কেন মহারাজ এই বইটিকে এত পবিত্র মনে করেছিলেন ৷কিন্তু যথন তিনি বইটি খোলেন তখন তার প্রথম পাতায় স্বামী বিবেকানন্দের হাতের লেখা দেখে বোঝেন যে স্বামীজী এই বইটি মহারাজকে প্রীতিপূর্ণ উপহার দিয়ে ছিলেন ৷ তিনি তখন বোঝেন যে বইটি মহারাজের কাছে এত পবিত্র কারণ এটি এসেছিল স্বামী বিবেকানন্দের কাছ থেকে ৷

স্বামী ভাস্করানন্দজীর 'Life in Indian Monasteries: Reminiscences about Monks of the Ramakrishna Order' থেকে ঘটনাটি নেওয়া হয়েছে ৷

No comments:

Post a Comment