Friday, May 1, 2020

কৃষ্ণ নাম

প্রশ্ন :- অনেকে বলে আত্মা যা চায় তাই খাও এত
বাছবিচার দরকার নেই, এরূপ কথার অর্থ কি ?
_
# উওর :- আত্মা যা চায় তাই খাও এরূপ কথার অর্থ
শুকরের মতো হও । শুকর খাদ্য-অখাদ্য বাছবিচার
না করেই ফলমূল,পঁচা,কাঁদা, মলমূত্রসহ পৃথিবীর
নোংরা সবকিছু খেয়ে চলে । একটা পাগল বিষ খেতে চায় বলে তাকে বিষ অনুমোদন করা কি ঠিক ? সনাতন ধর্মের অজানা প্রশ্ন ও উওর এরূপ কথার অর্থ
ভিত্তিহীন কেননা আত্মা খেতে চায় না ।
খেতে চায় দেহ । আত্মার খাদ্য কৃষ্ণনাম । যেহেতু আপনার মৃত্যুর পর আপনার সুন্দর দেহটির দাম পরপাড়ে শূণ্য আর সেটা স্বর্গে যাওয়ার উপযুক্ত নয় তাই আত্মার খাদ্য হরিনাম জপ করুন । ধরুন আপনি অর্নাস/ ইঞ্জিনিয়ারিং/ মেডিকেল
পড়ছেন ব্যস্ততার কারণে কৃষ্ণনাম নিতে পারেননি । হঠাত্দূর্ঘটনায় আপনার প্রাণ পাখি চলেগেল
তাহলে আপনার এই ২৫ থেকে ৩০ বছরের তপস্যা তো মাটি হলো সাথে পরপাড়ে নরক যন্ত্রনা ভোগ করতে হবে । তাই কাল বিলম্ব
না করে শাস্ত্রের নির্দেশে সঠিক খাদ্য গ্রহণ করুন ।
পড়া লেখার পাশাপাশি কৃষ্ণনাম করুন।
জয় জয় শ্রী কৃষ্ণ। ।

No comments:

Post a Comment