প্রশ্ন : আমিষ আহার করে কি মালা জপ করা যায়?
উত্তর : আমিষাহার ও মালাসহযোগে জপ দুটো ভিন্ন কার্য। মালা জপের অর্থ ভগবানের দিব্য নাম জপ করা, যা প্রতিটি মানুষের কর্তব্য। বৃহন্নারদীয় পুরানে বলা হয়েছে - হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্। কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা।। অর্থাৎ, এই কলিযুগে ভগবানের নামজপ ব্যতীত উদ্ধারেে অন্য কোনো গতি নেই।
তবে আমিষাহারকারী ব্যক্তিরা কি ভগবানের আরাধনা করবে না? তা না হলে তারা কীভাবে মুক্তি লাভ করবে? তাই ভগবান তার দিব্য নাম জপে সকলকেই অধিকার দিয়েছেন।
হরিনাম এতই শক্তিশালী যে, তা - দীক্ষা - পুরশ্চর্যাবিধি অপেক্ষা না করে। জিহ্বা স্পর্শে আচগুালে সবারে উদ্ধারে।। তাই শ্রীমদ্ভাগবতে (৩.৩৩.৬) বলা হয়েছে যন্নামধেয়শ্রবণানুকীর্তনাদ্ যৎপ্রহ্বণাদযৎস্মরণাদপি ক্কচিৎ। স্বাদোপি সদ্যঃ সবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নু দর্শনাৎ।।
সুতরাং এমনকি কুকরভোজী চগুাল বা তার চেয়ে নিম্বশ্রেণির মানুষও ভগবানের নাম জপ করতে পারে। আর সেই হরি নামের প্রভাবে তখন আপনা থেকে নিম্নতর বিষয় ভোগের প্রতি আসক্তি দূরীভূত হয়ে কেও ক্রমান্বয়ে শুদ্ধ হয়ে উঠবে।
উত্তর : আমিষাহার ও মালাসহযোগে জপ দুটো ভিন্ন কার্য। মালা জপের অর্থ ভগবানের দিব্য নাম জপ করা, যা প্রতিটি মানুষের কর্তব্য। বৃহন্নারদীয় পুরানে বলা হয়েছে - হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্। কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা।। অর্থাৎ, এই কলিযুগে ভগবানের নামজপ ব্যতীত উদ্ধারেে অন্য কোনো গতি নেই।
তবে আমিষাহারকারী ব্যক্তিরা কি ভগবানের আরাধনা করবে না? তা না হলে তারা কীভাবে মুক্তি লাভ করবে? তাই ভগবান তার দিব্য নাম জপে সকলকেই অধিকার দিয়েছেন।
হরিনাম এতই শক্তিশালী যে, তা - দীক্ষা - পুরশ্চর্যাবিধি অপেক্ষা না করে। জিহ্বা স্পর্শে আচগুালে সবারে উদ্ধারে।। তাই শ্রীমদ্ভাগবতে (৩.৩৩.৬) বলা হয়েছে যন্নামধেয়শ্রবণানুকীর্তনাদ্ যৎপ্রহ্বণাদযৎস্মরণাদপি ক্কচিৎ। স্বাদোপি সদ্যঃ সবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নু দর্শনাৎ।।
সুতরাং এমনকি কুকরভোজী চগুাল বা তার চেয়ে নিম্বশ্রেণির মানুষও ভগবানের নাম জপ করতে পারে। আর সেই হরি নামের প্রভাবে তখন আপনা থেকে নিম্নতর বিষয় ভোগের প্রতি আসক্তি দূরীভূত হয়ে কেও ক্রমান্বয়ে শুদ্ধ হয়ে উঠবে।
No comments:
Post a Comment