Monday, May 11, 2020

শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত

||  শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত  ||
 
✩ পরলোক সম্বন্ধে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন

১৮৮৪ খ্রীষ্টাব্দ ইং ৫ই এপ্রিল,শনিবার,(১২৯০সাল ২৪ শে চৈত্র,শুক্লা দশমী) প্রতঃকাল বেলা আটটা |মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন,কক্ষমধ্যে ছোট খাটটির উপরে উপবিষ্ট |মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া, তন্মধ্যে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়,রাম,গিরীন্দ্র গোপাল প্রভৃতি |

প্রাণকৃষ্ণ—মহাশয় |পরলোক কি রকম ?

শ্রীরামকৃষ্ণ—কেশব সেনও ওই কথা জিজ্ঞাসা করেছিল |যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে,অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই,ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে |কিন্তু জ্ঞানলাভ হলে আর এ-সংসারে আসতে হয় না |পৃথিবীতে বা অন্য কোন লোকে যেতে হয় না |

"কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকতে দেয় |দেখ নাই, তার ভেতর পাকা হাঁড়িও আছে,কাঁচা হাঁড়িও আছে ?গরু-টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায় |পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয়,তার দ্বারা আর কোন কাজ হয় না |

কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর আবার লয় ;নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয়,নতুন হাঁড়ি তৈয়ার হয় | তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই,ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে,অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে |

"সিদ্ধ ধান পুঁতলে কি হবে ?গাছ আর হয় না |মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নূতন সৃষ্টি হয়  না,সে মুক্ত হয়ে যায় |

No comments:

Post a Comment