Friday, May 1, 2020

শিক্ষন

> #শৃঙ্খলা ____ দেখেছি আমি পিপীলিকার মধ্যে যারা একে অপরকে টপকে সামনে এগিয়ে যায় না।
.
> #একতা ____ দেখেছি আমি কাকের মধ্যে যারা একজন বিপদে পড়লে তাৎক্ষনিক ১০০ জন সেখানে এসে হাজির হয়।
.
> #বিশ্বস্ততা ____ দেখেছি আমি কুঁকুরের মধ্যে যারা প্রভুর কথায় জীবন দিতেও প্রস্তুত থাকে।
.
> #সরলতা ____ লক্ষ্য করেছি আমি পায়রার মধ্যে যারা অতি অল্প সময়ে অপরিচিত মানু্ষ কে সহজেই আপন করতে জানে।
.
> #পরিশ্রমী ____ আমি দেখেছি ঘোড়ার মধ্যে যারা মনিবের কথায় ঘন্টার পর ঘন্টা ছুটাছুটি করে যায় কোন প্রতিবাদ করা ছাড়াই ।
.
> #উদারতা ____ দেখেছি আমি বৃক্ষের মধ্যে যারা ফল ধরার পর তা উজার করে বিলিয়ে দেয় অন্যদের মুখে।
.
> #নিরবতা ____ আমি দেখেছি নদীর মধ্যে যে কিনা হাজারো বাধা পেড়িয়ে নিরবেই সাগরে মিশে যায়।
.
>#হিংসা__#অহংকার__#পরনিন্দা__#নির্দয়__# নিষ্ঠুরতা_____দেখেছি আমি সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে!!!
।। হরিবোল।। হরিবোল ।। হরিবোল ।।হরিবোল।।

No comments:

Post a Comment