Friday, May 1, 2020

গল্পকথা

"গাছের ডাল বহনকারী বৃদ্ধা"

শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ

একদা এক জঙ্গলের মাঝে এক বৃদ্ধা মাথার উপর এক বোঝা জ্বালানী কাঠ নিয়ে একাকি হাঁটছিলেন।।। কিছুক্ষণ পরে তার মাথা থেকে বোঝাটি হঠাৎ করে নিচে পড়ে গেল।।। কিন্তু সে বোঝাটি তার মাথায় তুলতে অপারগ ছিল।।। সে তখন অবিরতভাবে কান্না করতে থাকল, আর উচ্চস্বরে ভগবান বিষ্ণুকে ডাকতে শুরু করল।।। বৃদ্ধাটি করুণ আর্তি ভরে ভগবানকে স্মরণ করতে লাগলো।।। ঠিক সেই মুহূর্তে ভগবান ঐ স্থানে উপস্থিত হলেন।।।
ভগবান- তুমি কি চাও???
বৃদ্ধা- দয়া করে এই বোঝাটি আমার মাথায় তুলে দাও।।।
ভগবান- কিন্তু আমি তোমাকে মুক্তি দান করতে পারি, এমনকি তোমাকে একটি ভিন্ন জগৎ দান করতে পারি আর তুমি কিনা শুধু এই লাঠির বোঝা তুলে নিতে চাও???
বৃদ্ধা- হ্যাঁ, শুধু আমাকে এই লাঠির বোঝা তুলে দিলেই চলবে।।।
হিতোপদেশ...."যখন ভগবান আমাদের আশির্বাদ দান করতে চান, তখন আমরা তার নিকট থেকে আরো বেশী জাগতিক জড় বস্তু যেমন সুখী পরিবার অনেক অর্থসহ আরও অনেক কিছু কামনা করি।।। যা আমাদের পাপভারে আরও ভারি করে। এই সকল জড় চাহিদাকে পরিহার করতেই হবে।।। চৈতন্য মহপ্রভু আমাদের এই শিক্ষাই দান করেছেন, যেন আমরা জন্ম-জন্মান্তর ধরে ভগবানের সেবাই করতে পারি।।।"
(হরে কৃষ্ণ)

No comments:

Post a Comment